মাদারগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদলকে (৫৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১ এর সদস্যরা। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জামালপুর গোয়েন্দা শাখার ওসি নাজমুস সাকিব জানান, গ্রেফতার মোশাররফ হোসেন বাদলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি কড়ইচূড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার মৃত জলির বেপারীর ছেলে। সাবেক এমপি মির্জা আজমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।