নেত্রকোনায় ১৫ ঘণ্টায় ৫১ সেন্টিমিটার পানি বেড়েছে কংস নদে

মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদ-নদীগুলোর পানি ধীরগতিতে বাড়ছেই। তবে গত শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আজ রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় জেলার কংস নদের জারিয়া পয়েন্টে পানি বেড়েছে ৫১ সেন্টিমিটার। একই সময়ে সোমেশ্বরী নদীর দুর্গাপুর পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও পাহাড়ি নদী উব্ধাখালীর কলমাকান্দা পয়েন্টে ২১ সেন্টিমিটার পানি বেড়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কংস নদের জারিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু আজ সকাল ৯টা পর্যন্ত ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল। একই সময়ে সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ৮০ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটার বেড়ে ৩০ সেন্টিমিটার এবং উব্ধাখালী নদীর পানি ৩২ সেন্টিমিটার থেকে ২১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৩১৪ সেন্টিমিটার ও ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপদসীমার ২০০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল বলেও জানান পাউবো কর্মকর্তা সারওয়ার।

এদিকে দুর্গাপুর উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করায় উপজেলার কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। 

অপরদিকে পাহাড়ি প্রবল ঢলের কারণে জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙাসহ সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে বলে জানান স্থানীয়রা। এ উপজেলার নিম্নাঞ্চলের আমন ধানের জমিও পানিতে নিমজ্জিত হয়েছে বলে কৃষকরা জানান।

খবর পেয়ে গত শনিবার (৫ অক্টোবর) বিকালে দুর্গাপুর উপজেলার পানিবন্দি এলাকা পরিদর্শনে যান নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন এবং পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।