‘কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে ২০ দিন জেল খাটার পর অবশেষে মুক্ত হলাম। আমার উত্থান অনেকেই মেনে নিতে পারছে না। আগে গরিব ছিলাম এখন ইউটিউবে কনটেন্ট তৈরি করে টাকাপয়সা ইনকাম করে ভালোভাবে চলছি, এটা অনেকে সহ্য করতে পারছে না। এই কুচক্রী মহল আমার দ্বিতীয় স্ত্রীকে ভুল বুঝিয়ে মিথ্যা ধর্ষণের মামলা সাজিয়েছে। তবে মিথ্যা বেশি দিন টেকে না। সত্য বের হয়ে আসবেই।’
দ্বিতীয় স্ত্রী শারমিনের করা ধর্ষণ মামলায় ২০ দিন কারাভোগের পর মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন। বুধবার (৩১ জুলাই) সকালে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।
ইসমাইল হোসেন বলেন, ‘প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে গত বছরের ২৪ জুলাই হালুয়াঘাটের পূর্ব খন্দকপাড়ার জিয়াউর রহমানের মেয়ে শারমিনকে বিয়ে করি। শারমিনের বাবা ঢাকা থেকে তাকে নিয়ে আসার পথে ফুলপুরে কাজি ইমরান হোসেনের অফিসে বিয়ে সম্পন্ন করা হয়। কাজি ইমরান হোসেনও এই কুচক্রী মহলের সঙ্গে ষড়যন্ত্রে হাত মিলিয়েছে। বিয়ের সময় শারমিনের বয়স ছিল সতেরো। বয়স ১৮ না হওয়ায় কাজি ইমরান হোসেন ভলিউমের ফাঁকা পৃষ্ঠায় আমাদের স্বাক্ষর নেয়। মামলা হওয়ার পর বিয়ের কথা অস্বীকার করেন ওই কাজি। এই সুযোগে কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে শারমিন আমার নামে ধর্ষণের মামলা করে।’
তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলায় আমার কিছু হবে না, এটা আমি ভালো করেই জানতাম। আমার ভক্ত এবং অনুরাগীরা আমার সঙ্গে আছে, এটা জেল থেকে মুক্ত হয়ে আরও বেশি করে বুঝতে পেরেছি। আশা করছি, এখন থেকে আরও ভালো ভালো ভিডিও ভক্তদের উপহার দিতে পারবো।’
ইসমাইলের ভাই এনামুল হক বলেন, ‘আমার ভাই ষড়যন্ত্রের মামলার শিকার হয়েছেন। তবে মিথ্যা মামলা থেকে তিনি চূড়ান্তভাবে রেহাই পাবেন, এটা আমরা বিশ্বাস করি। তার কারামুক্তিতে ভক্ত-অনুরাগী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।’
প্রসঙ্গত, দ্বিতীয় স্ত্রী শারমিনের করা ধর্ষণের মামলায় গত ১০ জুলাই ইসমাইল হোসেনকে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ২০ দিন কারাভোগের পর ৩০ জুলাই মুক্ত হন ইসমাইল।
কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালিয়ানাকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন মজার মজার কনটেন্ট তৈরি করে আলোচনায় আসেন তিনি।