মাছ ধরতে গিয়ে মারধরের শিকার, মামলা করায় ‘গৃহবন্দি’ পুরো পরিবার

জামালপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছে এক কিশোর। এ ঘটনায় মামলা করায় ওই কিশোরের পুরো পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। এতে চরম আতঙ্কে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।

এলাকাবাসী জানান, গত ১০ জুলাই মেলান্দহ পৌরসভার বাগাডোবা এলাকায় বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায় কিশোর ফাহিম। মাছ ধরার সময় প্রতিবেশী দেলু মণ্ডলের ছেলে মমিনুল ফাহিমকে মারধর করে তার মাছ ধরার জাল ছিঁড়ে ফেলে। এর প্রতিবাদ করায় ফাহিমের মা ও মামাকে বেধড়ক পিটুনি দেয় দেলু মণ্ডল ও তার সন্ত্রাসী বাহিনী। নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করায় ওই রাতেই ফাহিমের আরেক মামা ফারুককে বাড়িতে ফেরার পথে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। আহত ফারুককে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ১২ জুলাই ফাহিমের মা বাদী হয়ে দেলু মণ্ডল ও তার ছেলে মমিনুলসহ ৫ জনের নামে মেলান্দহ থানায় মামলা করলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ভুক্তভোগীরা নিজেদের নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ সাংবাদিকদের জানান, হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।