জামালপুরে বন্যার পানিতে ডুবে একসঙ্গে ৪ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে গোসল করতে নেমে দুই শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া চার জন হলেন ওই এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২), গোলাপ আলীর মেয়ে খাদিজা আক্তার (১০) ও বাবুল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার (২৫)। তারা দক্ষিণ বালুরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বালুরচর গ্রামে বিকাল ৫টার দিকে বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে নামেন পাঁচ জন। একপর্যায়ে চার জন পানিতে ডুবে যান। বিষয়টি দেখে তাদের সঙ্গে থাকা রিমা আক্তার বাড়িতে গিয়ে সবাইকে খবর দেয়। স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় তাদের উদ্ধার করেন। পরে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ‌‘বন্যার পানিতে ডুবে চার জনের মৃত্যু হয়েছে। লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে জানাজা শেষে তাদের দাফন করা হবে।’