‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, বাসস্থানের জন্য ঘর দিয়েছেন। এখন প্রয়োজন আমাদের কর্মসংস্থানের। সামাজিক মর্যাদা বাড়াতে হলে কাজ করতে হবে’, এভাবেই বলছিলেন তৃতীয় লিঙ্গের জয়িতা তনু।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার আয়োজিত সমতা প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে রাইসা হিজড়া জানান, আমাদের হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অনেকেই রাস্তাঘাটে বাস এবং ট্রেনে ভিক্ষাবৃত্তি করে জীবন সংসার চালাচ্ছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে হিজড়াদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না। কাজের জন্য প্রশিক্ষণ নিয়েও হিজড়ারা কোনও কিছু করতে পারছে না। এজন্য স্বাবলম্বী করতে হলে হিজড়াদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
সমতা প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমিন সুলতানা, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। অনুষ্ঠানের শুরুতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক সালেহ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।