জুমা পড়িয়ে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাবা, পথে প্রাণ গেলো দুজনের

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় বাইক আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) বিকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ভুক্তভোগী ৪০ বছর বয়সী নিহত বাবা ঘাটাইল এলাকার কোনও একটি মসজিদের খতিব ছিলেন। জুমার নামাজ পড়িয়ে আট বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন। পথিমধ্যে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মারা যান। 

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ নিয়ে ফিরছে। নিহতদের বাড়ি গাজীপুরে হতে পারে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।