ধর্ষণচেষ্টার ভিডিও ভাইরালের পর ছাত্রলীগকর্মী বললো, ‘প্রশাসনের সবাই জানে’

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরীকে রুমে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই কর্মীর নাম শুভ। সে পৌর শহরের ষোলহাসিয়া এলাকার আতিকের ছেলে এবং গফরগাঁও কলেজ ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।

সম্প্রতি, এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়। সেখানে দেখা গেছে, বিবস্ত্র অবস্থায় অন্ধকার কক্ষে ওই কিশোরীকে টেনেহিঁচড়ে ধর্ষণের চেষ্টা করছে। তবে ভুক্তভোগী নিজেকে রক্ষা করে কক্ষ থেকে বের হয়ে যায়। একই আইডি থেকে আরও দুটি ভিডিও শেয়ার দেওয়া হয়। সেগুলোতে শুভকে মদপান ও ইয়াবা সেবন করতে দেখা গেছে।

ধর্ষণচেষ্টার ভিডিওটি নিজের বলে স্বীকার করে অভিযুক্ত বলেছে, ‘ধর্ষণচেষ্টার ভিডিওটি অনেক দিন আগের। আপনি নিউজ করলেও আমার কিছু হবে না। বিষয়টি প্রশাসনের সবাই জানে।’

গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়েছে কি না জানা নেই। তবে শুভ ছাত্রলীগের কেউ না।’

গফরগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ওই ছেলের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সার্বক্ষণিক নজর রাখা হবে।’