সোমবার দুপুরের দিকে তারামন বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিরুদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, বীরপ্রতিক তারামন বিবির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। প্রয়োজন হলে চিকিৎসার সমস্ত ব্যয়ভারও বহন করা হবে।
বীরপ্রতিক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোহবান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নং সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে তারামন বিবি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতিক খেতাবে ভূষিত করে।
/এসএম/