ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন। তবে তাদের মধ্যে করোনা পজিটিভ কোনও রোগী ছিল না, সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন।

উপসর্গ নিয়ে যারা মারা যাওয়াদের দুই জন ময়মনসিংহের, বাকি দুই জন নেত্রকোনার বিাসিন্দা।
 
চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন রোগী ভর্তি হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮২ । এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ১০ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৬০ টি নমুনা পরীক্ষায় ১৯৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের শতকরা হার ৩৫ । এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫,১৫৬ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২,৩৮৯ ।