স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করলো অজ্ঞাত যুবকরা

জামালপুরস্কুলে যাওয়ার পথে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। অজ্ঞাত কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২ মার্চ) উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, হামলার শিকার স্কুলছাত্রীটি উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের আলকারচর গ্রামের বাসিন্দা। হামলার সময় সে ইজিবাইকে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ইজিবাইকটি চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন বখাটে যুবক ইজিবাইকের গতিরোধ করে। তারা বিথীকে টেনে হিঁচড়ে নামিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত বিথীকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিথী আক্তার এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক আহত ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান।

ওসি একেএম আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টির তদন্ত চলছে। দোষীদের ধরে আইনের আওতায় আনা হবে।