শেরপুরে ভাই হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

আদালত

শেরপুরে ভাই হত্যার দায়ে নান্দা মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ ছাড়া, আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আদালত নান্দা মিয়ার ছেলে সোহেলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুসলেউদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

নান্দা মিয়া শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের পূর্ব লঙ্গরপাড়া গ্রামের  মৃত ইজ্জত আলীর ছেলে।

এপিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ঠু জানান, জমি সংক্রান্ত বিরোধে ২০১৪ সালের ১৬ আগস্ট নান্দা মিয়া তার ভাই আব্দুল করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২৫ জুন আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বাদীসহ ৯ জন মামলায় সাক্ষ্য নেন আদালত। বিচারিক পর্যায়ে সাক্ষ্যগ্রহণ ছাড়াও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আজ (মঙ্গলবার) এ রায় দেন।