খুলনায় আ.লীগের মিছিলের ঘটনায় তিন মামলা পুলিশের, গ্রেফতার ৩৯

খুলনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় মহানগরের তিনটি থানায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল) পুলিশ বাদী হয়ে হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় মামলা তিনটি করেছে। এসব মামলায় নাশকতার অভিযোগ আনা হয়েছে। তিন মামলায় ৩৯ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র প্রদানের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে খুলনার অন্তত চারটি স্থানে রবিবার ঝটিকা মিছিল করে মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকালে জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল থেকে ওই কর্মসূচি শুরু হয়। দুপুরের মধ্যে খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় ঝটিকা মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।

মিছিলের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাত ৯টার মধ্যে ২৫ জনকে আটক করে পুলিশ। সোমবার সকালের মধ্যে আরও ১৪ জনকে আটক করা হয়। তাদের সবাইকে ওসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে হরিণটানা থানার মামলায় ২২ জন, খালিশপুর থানার মামলায় সাত জন ও আড়ংঘাটা থানার মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ বলছে, গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী। তাদের সবাইকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আহসান হাবিব বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। এ কারণে তাদের বিরুদ্ধে তিনটি থানায় নাশকতার মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের কর আদায় শাখার ডিমান্ড সহকারী রবিউল আলমকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সিটি করপোরেশন থেকে তাকে আটক করে নিয়ে যায় সদর থানা পুলিশ।