সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এক জেলের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি।
স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ৯ নম্বর সোরা গ্রামের দৃষ্টিনন্দনসংলগ্ন এলাকায় সোরা গ্রামের ইয়াকুব বৈদ্যোর ছেলে আল আমিনের খোলপেটুয়া নদীতে পেতে রাখা জালে কচ্ছপটি ধরা পড়ে এবং পরবর্তীতে ভিটিআরটির সহায়তায় কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ২০ কেজি।
ওয়াইল্ড টিম সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা সনজিত কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলে আল আমিনের জালে কচ্ছপটি ধরা পড়ে এবং পরবর্তীতে সংবাদ পেয়ে ভিটিআরটির সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন।’
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের আওতায় বন বিভাগ কৈখালী স্টেশন কর্তৃক উপজেলার কৈখালী এলাকায় পুকুর থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।