প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘সাকিব আল হাসানের মতো একজন আইকন কীভাবে আওয়ামী লীগের মতো একটা বাজে দলে যোগ দেয়?’ শুক্রবার (১৮ এপ্রিল) মাগুরা মেডিক্যাল কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বাজে দল। ব্যাংক লুট, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করলেন? যে দলের হাতে রক্ত, যে দল হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদানের আগে সব কিছুই জানতো। তারপরও যোগদান কেন করলো এ প্রশ্ন আসা স্বাভাবিক।’
এসময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহে কাফীসহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা।