মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে নকল, কেন্দ্রসচিবসহ ২৩ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষার তৃতীয় দিনে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে নকলের চেষ্টাও করায় ১১ শিক্ষার্থী ও কেন্দ্রসচিবসহ ১২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসাকেন্দ্রে গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটেছে। পরীক্ষায় ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই মেয়ে শিক্ষার্থী রয়েছে। এ সময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্রসচিব মাওলানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যুসচিবকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, পরীক্ষাকক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশল অবলম্বন করে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে। এ ছাড়া বহিষ্কৃতদের কয়েকজন নকলের চেষ্টা করায় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে। এসব শিক্ষার্থীর মতো শিক্ষকরা এ বছর আর দায়িত্ব পালন করতে পারবেন না।

এদিকে কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে গণিত পরীক্ষায় ৫৬৩ ছাত্র-ছাত্রী অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল।