ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়া তাদের জন্য কঠিন হবে। ৫৩ বছর আমরা দেখেছি, আর কোনও মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা নিষ্পেষিত হতে চাই না। বহু মার্কা, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেখেছি। এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখার। আর একমাত্র ইসলামের শাসনের মধ্যে রয়েছে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি।’
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘স্বার্থান্বেষী মহল আমাদের সরলমনা আলেমদের বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। তারা আলেমদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে আমাদের ওপর জুলুম, নির্যাতন, হত্যা করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের টাকা পাচার করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের গুম ও খুন করেছে। এসবের পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশকেই করতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমির হজরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মো. শোয়াইব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মুহাম্মদ ফারুক আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল প্রমুখ।