আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

জুলাই গণ-অভ্যুত্থানে ‘গণহত্যাকারী’ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রবিবার দুপুর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার সমন্বয়ক হোসাইন, রাবিক, মিনহাজ, তাওহীদ, সাদিয়াসহ অন্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর বসে রয়েছে। রাষ্ট্রসংস্কারের আগে দেশের রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রয়োজন। আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে পারলে চেয়ার ছেড়ে দেন।’