যশোরের মণিরামপুরে ইঞ্জিনচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও নারী যাত্রীর নিহত হয়েছেন। ট্রাকটি ভ্যানটিকে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যায়।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম সরদার (৫৫) ও একই উপজেলার মুন্সি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রূপা খাতুন (৪০)। আহত হয়েছেন মিম খাতুন (২৭)। তিনি নিহত রূপার আপন বোন।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অবস্থিত একটি ক্লিনিক থেকে ডাক্তার দেখিয়ে ভ্যানে উঠে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দুই বোন রুপা ও মিম। সঙ্গে ভ্যানে ছিল মিম খাতুনের দুই বছর বয়সী ছেলে শিশু। ভ্যানচালক মোসলেম সরদার সড়কের ওপর ভ্যান ঘুরিয়ে বাড়ির অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কেশবপুরের দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দিতে দিতে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যেয়ে থামে। ধাক্কায় ভ্যানটি ভেঙেচুরে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মোসলেম সরদার মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত রূপা খাতুনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান। আহত মিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর থানার এসআই অমিত কুমার দাস বলেছেন, পেছন দিক থেকে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক এবং এক যাত্রী মারা গেছেন। ভ্যানের দুই যাত্রী আপন বোন। আহত মিম খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিমের কোলের শিশুটি ভালো আছে।
তিনি জানান, ট্রাকটি আটক করা হলেও ট্রাকচালক এবং হেলপার পালিয়ে গেছে।