অবৈধভাবে দালালের মাধ্যমে ১২ জন বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে অবস্থানকালীন সময়ে সে দেশের পুলিশ তাদের আটক করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলো মো. আশিকুর রহমান (২৫), মো. সুমন সরকার (৩০), মো. ওমর ফারুক (২৫), মো. মিজান শেখ (২৮), মো. রিয়াজুল ইসলাম (২৫), মো. বেলাল মোল্লা (২৮), মোছা. রেজিনা খাতুন (২৫), সাগারি ফকির (২৮), মো. রবিউল হাওলাদার (২৫), মো. মোকসেদ হাওলাদার (৩০), মো. রুবেল গাজী (২৫) ও মো. খালিদ হোসেন (২৫)। এরা সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাদারীপুর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার বাসিন্দা।
এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলাম এই তিন জনের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার পর তারা ভারতে পালিয়ে যায়।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ভালো কাজের আশায় অবৈধপথে এরা ভারতে যায়। অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে দমদম সেন্ট্রাল কারাগারে পাঠায়। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।’