আদালতে আত্মসমর্পণ করলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক (ভারপ্রাপ্ত) জুয়েল রানা  জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ৫ আগস্টের আগে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ তার আপন ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আসামি ছিলেন। আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে পুলিশ পাহারায় আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

মেহেরপুর কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জুন দাস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সরফরাজ হোসেন মৃদুল আত্মসমর্পণ করলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ২টার দিকে আসামিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।