পেট্রাপোল সীমান্তে সমাবেশ করে আমদানি-রফতানি বন্ধের হুমকি শুভেন্দুর

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি ও ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বেনাপোল সীমান্তবর্তী পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে প্রধান সড়কে ‘পেট্রাপোল চলো’ নামে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। বনগাঁ মহকুমা বিজেপির উদ্যোগে পেট্রাপোল পঞ্চায়েত জনসভাটি বাস্তবায়ন করে। ‘পেট্রাপোল চলো’ নামে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁ মহকুমা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল।

পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ বলেন, ‘বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে বাংলাদেশে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে।’ এ সময় প্রতীকী হিসেবে ২০ মিনিট আমদানি-রফতানি বন্ধ রাখেন তারা।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর, বনগাঁর ৯৫-এর বিধায়ক অশোক কিত্তোনী, ৯৬-এর বিধায়ক স্বপন মজুমদার, ৯৭-এর বিধায়ক সুব্রত ঠাকুর ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়সহ রাজ্যের সকল এমপি-এমএলএসহ দলের শীর্ষ নেতারা। ভারতের পেট্রাপোলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি টেলিফোনে জানিয়েছেন।

পেট্রাপোল সমাবেশের ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভারতের হরিদাসপুর পেট্রাপোলে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।