খুলনা সিটির সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেফতার

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুরের নেতৃত্বাধীন একটি টিম তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করেছে। রফিক কেসিসি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই।

উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, ‘সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। গত ৩০ আগস্ট মামলা দুটি দায়ের হয়। ওই মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে।’