কানের দুল নিতে মেরেই ফেলা হলো শিশুটিকে, আত্মীয় আটক

যশোরের ঝিকরগাছায় সাদিয়া খাতুন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। নিহতের দূরসম্পর্কের ফুফু একই এলাকার মাদকসেবী চম্পা খাতুনের (২৩) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর বেলা ১টা থেকে বিকেল ৪টার মধ্যে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে জনৈক হারুনের বাঁশবাগানের ভেতর এ ঘটনা ঘটে।

পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সাদিয়া মাটিকুমড়া গ্রামের মোহাম্মদ বাবুর মেয়ে। নিহতের পরিবার জানায়, সাদিয়া স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরে। এ সময় সাদিয়ার সম্পর্কে ফুফু চম্পা খাতুনের (মাদকসেবীর) সঙ্গে তার দেখা হয়। কথা বলতে বলতে চম্পা এবং সাদিয়া বাঁশবাগানের দিকে যাচ্ছিল। এরপর থেকে মেয়েটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। যশোর জেনারেল হাসপাতালেও তার খোঁজ নেওয়া হয়েছে। রাতে খুঁজতে খুঁজতে হারুনের বাঁশবাগানে সাদিয়ার লাশ দেখতে পায়।

ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাইদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। গায়ের গেঞ্জি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘শিশুটির কানে একটি সোনার দুল ছিল। মাদকসেবী চম্পা ওই কানের দুল নেওয়ার জন্য তাকে হত্যা করে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য চম্পা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’