চাঁদার দাবিতে শ্রমিকলীগ নেতার বাড়িতে পাঠানো হলো বোমা ও কাফনের কাপড় 

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের শ্রমিকলীগ নেতা সুমন ইসলামের বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল এগুলো উদ্ধার করেছে।

জানা গেছে, রাইপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম গ্রামের ভিটা পাড়ার মোড়ে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করেন।

তিনি জানান, আজ সকালে তার স্ত্রী বাড়ির রান্না ঘরের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরো, আগরবাতি, সাবান, গোলাপ জল ও প্রাণনাশের হুমকি সংবলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটে লেখা আছে, দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।

এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ক্যাম্প সদস্যরা বোমা সদৃশ বস্তুসহ সব জিনিসপত্র উদ্ধার করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।