থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ সদস্যদের তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি মোটরসাইকেল চুরির বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। 

ভেড়ামারা থানা পুলিশের ওসি বলেন, সার্কেল অফিসের সামনে যে গ্যারেজ আছে ওখান থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। 

এ বিষয় বিস্তারিত তথ্য জানতে চাইলে ওসি বলেন, তিনটি গাড়ির নিছে এটা কি যথেষ্ট নয়। তিনটা বাইক চুরি হয়েছে- কী হয়েছে ওগুলো কি খুব বেশি প্রয়োজন। আমি যেটা বললাম আপনি সেটাই নিউজ করেন।

এ বিষয়ে জানতে ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল খালেকের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ধরেননি।