তিনবারের সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু আর নেই

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম শহীদুজ্জামান বেল্টু মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টুর একান্ত কাছের রাজনৈতিক নেতা ভিপি ইসরাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে ঝিনাইদহের কলাবাগানের বাসায় শহীদুজ্জামান বেল্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ডাক্তার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শহীদুজ্জামান বেল্টু ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। প্রথম জীবনে তিনি ঠিকাদারি ব্যবসার পাশাপাশি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।

শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঝিনাইদহ-৪ আসন থেকে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী উপকমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার হন। পরে দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বও পালন করেন। বেল্টু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামের মৃত নাফি উদ্দীন বিশ্বাসের ছেলে।

তার প্রথম নামাজে জানাজা বেলা ১১টায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে, দ্বিতীয় জানাজা সংসদীয় আসন কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ও তৃতীয় জানাজা ধোপাদী স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার পর হাসনহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।