আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আ.লীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের পলাশপোল এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডালিম আশাশুনির খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে এবং তিনবারের চেয়ারম্যান। সোমবার বিকালে তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেখানের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’