কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রাঘাতে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার নিজাম উদ্দীন (৪৮), একই এলাকার মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৫), হাউশ জোয়ার্দ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর এলাকার জামানের স্ত্রী জোহুরা খাতুন (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘ধানক্ষেতের পাশে মাচার কাছে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জহুরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। এ ছাড়াও ফারাকপুর এলাকার হিসনা নদীতে গোসল করার সময় জহুরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনোয়ার কবীর মিন্টু বলেন, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার ঘাস কেটে ৬ জন কৃষক টিনের মাচার নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এ ছাড়াও ফারাকপুর এলাকার হিসনা নদীতে গোসল করার সময় জহুরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বজ্রাঘাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য একটু পরে জানাচ্ছি।’