ভৈরব নদে ভাসছিল যুবকের লাশ, হাতে-পায়ে বালুর বস্তা বাঁধা

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে হাবিবুর রহমান (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে উপজেলার বিভাগদী এলাকায় ওই নদ থেকে হাতে ও পায়ে বালুর বস্তা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

হাবিবুর রহমান (২৭) একই উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। গত রবিবার বিকালে পাওনা টাকা আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার সন্ধ্যা থেকে তারা ভৈরব নদে লাশটি দেখতে পান। রাতেই পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি খুঁজে না পেয়ে ফিরে যায়। মঙ্গলবার সকালে আবার লাশটি নদে ভাসতে দেখে নৌ পুলিশের কাছে খবর পাঠানো হয়। বিকালে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

হাবিবুর রহমানের স্ত্রী তামিমা আক্তার বলেন, ‘গত রবিবার বিকাল ৪টার দিকে পাওনা টাকা আদায় করার কথা বলে হাবিবুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে আর বাড়ি ফেরেননি।লোকমুখে শুনে মঙ্গলবার দুপুরে ভৈরব নদে ভাসতে থাকা অবস্থায় স্বামীর লাশ দেখতে পাই।’

অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘ভৈরব নদে উপুড় অবস্থায় হাবিবুরের লাশটি ভাসছিল। তার পেটের চারদিকে নাইলনের দড়ি প্যাঁচানো এবং দুই হাত ও দুই পায়ে মোট চারটি বালুর বস্তা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে। এ ছাড়া মাথার পেছনের দিকেও আঘাতের চিহ্ন আছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’