আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় রবিবার (২৮জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। শনিবার (২৭জুলাই) রাতে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার খুলনায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় গত শুক্রবার রাতে কারফিউ জারি করা হয়। কারফিউ জারির পর থেকে নগরী এবং জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ কারণে প্রতিদিন শিথিলের সময় বাড়ানো হচ্ছে।