ঝিনাইদহ-৪ আসনের এমপি হতেই আনারকে হত্যা: মেয়র আশরাফ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ বলেছেন, ‘এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয়েছে ঝিনাইদহে আর হত্যা করা হয়েছে ইন্ডিয়াতে। এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ঝিনাইদহ-৪ আসনের এমপি হওয়ার দুঃস্বপ্নকে হাসিল করার লক্ষ্যে আজকে কালীগঞ্জের মানুষকে তোমরা এতিম করে দিয়েছো এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করেছো।’

শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের কালীবাড়ি মোড়ে কালীগঞ্জ হাট চাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির আয়োজনে এমপি আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘এমন নৃশংস হত্যা পৃথিবীতে আর একটি ঘটেছে বলে আমাদের জানা নেই। তোমাদের উদ্দেশ্য ছিল আনার সাহেবের লাশ কেউ কখনও খুঁজে পাবে না, তার হত্যা কেউ বুঝতেও পারবে না। খুব দ্রুততম সময়ের মধ্যে তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবা। কিন্তু আল্লাহরও তো খেলা আছে। ১০ দিন যেতে না যেতেই কারা কারা এর সঙ্গে যুক্ত, গোয়েন্দা সংস্থার গ্রেফতারের মধ্য দিয়ে সকলের মুখোশ উন্মোচন করেছে। আরও আসামি কারা আছে তাদেরও খোঁজা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ঝিনাইদহে খুনের পরিকল্পনাকারী মূল হোতাকে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে মানববন্ধন মিছিল-মিটিং করে বেড়াচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার সময়ে যত ষড়যন্ত্র করো আর যাকে নিয়েই করো এই খুনিদের বিচার তোমরা কখনোই আটকাতে পারবে না। কখনও সম্ভব না। কারণ, তোমরা আমাদের কালীগঞ্জের চার লাখ মানুষের স্বপ্নদ্রষ্টাকে হত্যা করেছো।’

পৌর মেয়র তাদের উদ্দেশে বলেন, ‘আপনার চিহ্নিত হয়ে গেছেন। তাদের ছবি দিয়ে আপনারা কী বোঝাতে চাচ্ছেন? গাদ্দার হিসেবে কালীগঞ্জের মানুষের কাছে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জে এসে এই আসনের মাতব্বরি করবেন, আপনাদের সেই স্বপ্ন প্রতিরোধ করে দেওয়ার জন্য চার লাখ মানুষ তৈরি আছে। কখনোই এই স্বপ্নপূরণ হতে দেবে না কালীগঞ্জের মানুষ।’

কালীগঞ্জ হাট চাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।