খুলনার তিন উপজেলায় ভোট পড়েছে ৫১.২২ শতাংশ

চতুর্থ ধাপে খুলনার দাকোপ, বটিয়াঘাটা ও রূপসা উপজেলায় নির্বাচন হয়েছে। বুধবার (৫ মে) হওয়া এই তিন উপজেলা নির্বাচনে ৫১.২২ শতাংশ ভোট পড়েছ। এর মধ্যে বটিয়াঘাটায় ৫২.১৩, রূপসায় ৪৪.০৯ ও দাকোপে ৫৭.৪৬ শতাংশ ভোট পড়ে।

খুলনার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বটিয়াঘাটা উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন শিমু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে শ্রীমন্ত অধিকারী রাহুল পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। এখানে মোট ভোটার এক লাখ ৫৯ হাজার ৬৫৮ জন। উপজেলার ৬৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। ৮১ হাজার ৩০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি বলেন, রূপসা উপজেলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী এস এম হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২৫ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকে সরদার ফেরদৌস আহমেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। উপজেলার ৬৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে গণনা করা হয়। ৬৭ হাজার ৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এই নির্বাচন কর্মকর্তা আরও বলেন, দাকোপ উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী এস এম আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩৬ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকে সাইফুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। উপজেলার ৫৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। ৭৬ হাজার ৩৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।