বাঘারপাড়া ও অভয়নগরে চেয়ারম্যান হলেন বিপুল ফারাজী ও সরদার অলিয়ার

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের দুটি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। একটি হলো বাঘারপাড়া উপজেলা অপরটি অভয়নগর। নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগ নেতা এফ এম আশরাফুল কবির বিপুল ফারাজী ও সরদার অলিয়ার রহমান বিজয়ী হয়েছেন।

বাঘারপাড়া

বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবির বিপুল ফারাজী। তিনি পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের বড় ছেলে রাজীব কুমার রায় ঘোড়া প্রতীকে পান ২০ হাজার ৮১৪ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ ফল ঘোষণা করেন।

অভয়নগর

অভয়নগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরদার অলিয়ার রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শ্রমিক লীগ নেতা রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২১২ ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান মাইকে এই ফল ঘোষণা দেন।