ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সেজো ভাই এনামুল হক ইমান। রবিবার (১৯ মে) রাতে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করেছেন, তার ছোট ভাই এমপি আনোয়ারুল আজিম আনার ১২ মে (রবিবার) চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা জেলার দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে চিকিৎসার জন্য যান। পরদিন দুপুরের দিকে তার একান্ত সচিব আবদুর রউফের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবার, ঘনিষ্ঠজন, এমনকি দলীয় নেতাকর্মী সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এরপর আর কোনও মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
উল্লেখ্য, একই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের বরানগর থানার একটি জিডি করা হয়েছে। সে জিডি করেছেন এই এমপির ঘনিষ্ঠজন গোপাল বিশ্বাস।
কালীগঞ্জ থানায় এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের বিষয়ে করা জিডির সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু আজিফ।