সাইলো নির্মাণের সময় ক্রেন ভেঙে পড়লো ঘরের ওপর

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডিতে (খাদ্য গুদাম) খাদ্য সংরক্ষণাগার সাইলো নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়েছে ঘরের ওপর। ঘরে কেউ না থাকলেও ক্রেন ভেঙে পড়ার শব্দে তিন জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বলেন, ভোরে ক্রেন ভেঙে দুর্ঘটনা ঘটেছে। নাট বল্টু লুজ থাকার কারণে এমনটি হতে পারে। ক্রেনটি ভেঙে একটি ঘরের ওপর পড়ে। কোনও লোকজন ছিল না ঘরটিতে। তাই মানুষের ক্ষতি হয়নি। সার্বিক বিষয় মনিটরিং করা হচ্ছে।

সাইলো নির্মাণ কাজের ঠিকাদার ম্যাক্স গ্রুপের প্রকৌশলী ইমরান হোসেন বলেন, কাজের সময় ভাইব্রেশন হয়ে ক্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। পরিত্যক্ত ঘরের ওপর পড়ায় লোকজনের ক্ষতি নেই। তবে শব্দের কারণে আতঙ্কে তিন জন অসুস্থ হন। প্রাথমিক চিকিৎসার পর দুই জন সুস্থ। সরজিত কুমার নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।