দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচন ক্যাম্প পাহারাদার মো. হাসান ফারাজীকে (৪২) আগুনে পুড়িয়ে আহত করা হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। গায়ে মোটা জ্যাকেট থাকায় আগুন ছড়াতে পারেনি। কিন্ত মাথা ও ঘাড়ের কাছে পুড়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারে অভিযান চলছে।
মহানগরীর যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে হাসান।
পুলিশ জানায়, যুগিপল মধ্যপাড়া ৭ নম্বর ওয়ার্ডে নৌকার ক্যাম্প রয়েছে। হাসান ওই অফিসে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি করার সময়ে অজ্ঞাত দুই-তিনজন দুর্বৃত্ত তাকে ধরে পেট্রোল নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন হাসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।