নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিএনএম-এর প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে নোঙ্গর মার্কার প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল বলেন, আমরা আওয়ামী লীগ, আওয়ামী লীগের ছেলে-মেয়ে, আর নাতিপুতি নিয়ে নির্বাচন অংশ নিয়েছিলাম। তারা ওই মেজবানে আমারে দাওয়াত দিয়েছিল। আমিও সাদরে গ্রহণ করি। কিন্তু এসে দেখি খাওয়া-দাওয়া শেষ। ভদ্রলোক হিসেবে কাউকে কিছু বলতে পারি না। তাই নীরবে সেখান থেকে বেরিয়ে এসেছি।
দ্বাদশ জাতীয় নির্বাচনে যশোর-৮৮ আসনে অংশ নেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্টের (বিএনএম) প্রার্থী হিসেবে মনোনয়ন পান।
তিনি বলেন, নোঙ্গর মার্কায় নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি বর্তমান নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাইনরটি জনতা পার্টির স্থানীয় নেতা শেখর সরকার, উত্তম কুমার মণ্ডল, সুলভ বিশ্বাস, মকবুল হোসেন প্রমুখ।
এর আগে গত ২ জানুয়ারি নৌকা মার্কাকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী তিন বারের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সমর্থন জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জহুরুল হক, তৃণমূল বিএনপির লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ (সোনালী আঁশ) ও মিনার প্রতীক নিয়ে ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী।