খুলনার লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডার নিয়ে বিষদ আলোচনা হয়। এতে পিছিয়ে পড়া এই ট্রান্সজেন্ডারদের সঠিকভাবে উপস্থাপন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (১৯ নভেম্বর) সকালে খুলনার একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। ইউএসআইডির সমতা প্রকল্পের সহযোগিতায় খুলনা বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সভার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
সভায় বলা হয়, ট্রান্সজেন্ডার একটি ছাতা। এই ছাতার আওতায় ট্রান্স উইমেন ও ট্রান্স মেন, কতি, হিজড়া কমিউনিটিসহ অন্যরা রয়েছেন। সমাজে পিছিয়ে পড়াসহ অবহেলিত এই জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সবার সচেতনতা প্রয়োজন।
সভায় উপস্থিত সাংবাদিকরা এই জনগোষ্ঠীকে তাদের অধিকার নিশ্চিত করতে সমাজে ইতিবাচক ও কার্যকরী ভূমিকা পালনের বিষয়টিতে গুরুত্বারোপ করেন। এ ছাড়া যেকোনও প্রয়োজনে হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় লিঙ্গবৈষম্য যাতে সমাজে না হয়, সে ব্যাপারে সাংবাদিকরা পাশে থাকবেন বলে মতামত পেশ করেন।
সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন বন্ধুর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. মশিউর রহমান, বন্ধুর পাবলিক রিলেশন অ্যান্ড ডকুমেন্টাশন বিভাগের ডেপুটি ম্যানেজার রুহুল রবিন খান, দৈনিক ইত্তেফাকের খুলনা প্রতিনিধি এনামুল হক, সময়ের খবরের চিফ রিপোর্টার সোহরাব হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির খুলনা প্রতিনিধি মো. শামীমুজ্জামান, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লা, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, বাংলানিউজ ২৪.কমের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাহবুবুর রহমান মুন্না, ডিবিসি টিভির খুলনা প্রতিনিধি আমিরুল ইসলাম, ঢাকা পোস্টের খুলনা প্রতিনিধি মোহাম্মদ মিলন, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, মধুমতি নিউজের স্টাফ রিপোর্টার প্রিয়া রহমান, নক্ষত্র যুব মানবকল্যাণ সংস্থা সভাপতি পাখি দত্ত, সহসভাপতি সজল আহমেদ, প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জাহিদুর রহমান।
সভায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমনকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় মিডিয়া ফোরাম গঠন করা হয়।