যশোরে মো. রিপন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন শহরের খড়কি বামনপাড়া এলাকার হাবিবুর গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন রিপন। হঠাৎ চার-পাঁচ জন যুবক মুখোশ পরিহিত অবস্থায় তাকে ধারালো অস্ত্র হাতে ধাওয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
কোতোয়ালি থানার পরিদর্শক এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘কী কারণে কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।’