দেড় বছর বয়সী ভাতিজা ইউসুফকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় চাচা আমিরুল ইসলামও (৫৫) মারা গেছেন। এর মধ্যে চাচা ঘটনাস্থলে এবং ভাতিজা হাসপাতালে যাওয়ার পথে মারা যান।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর সদরের ধোপাখোলা রেল ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুর রহমান বলেন, ধোপাখোলা গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল তার ছোট ভাইয়ের ছেলে ইউসুফকে কোলে নিয়ে সকালে বের হন। এরপর তিনি ভাতিজাকে রেল ব্রিজের ধারে বসিয়ে পাশের জলাশয় থেকে শামুক তুলছিলেন। হঠাৎ বেনাপোল থেকে যশোরমুখী একটি ট্রেন আসতে দেখে তিনি শিশুটিকে রক্ষা করতে যান। ওই সময় শিশুটি তার কোল থেকে নিচে পড়ে যায় এবং ট্রেনের ধাক্কায় আমিরুল ঘটনাস্থলে মারা যান।
যশোর রেল পুলিশের এসআই তরিকুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত এক শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বয়স্ক ব্যক্তির মরদেহ ঘটনাস্থলে রয়েছে।