ভোটার কম হওয়ার কারণ জানালেন মেয়র খালেক

তৃতীয় বারের মতো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক। মেয়র পদে জয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সোমবার (১২ জুন) রাতে তালুকদার আব্দুল খালেক বলেন, কয়েকটি মিল-কারখানা বন্ধের কারণে অনেক শ্রমিক খুলনার বাইরে চলে গেছে। সে কারণে ভোটার উপস্থিতি নিয়ে যে প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে কিছুটা ভোট কম পড়েছে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করব।

রাত ৯টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে ফলাফল গ্রহণের পর দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে যান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৮৯টি কেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩টি ভোট পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।