নিহতের ভাই সুজন বিশ্বাস অভিযোগ করে বলেন, ৪ চার বছর আগে রাজারাপুর গ্রামের মো. কামরুল বিশ্বাসের (৩৫) সঙ্গে ছবিরুনের বিয়ে হয়। তাদের ৮ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর জানা যায়, কামরুলের আগের এক স্ত্রী রয়েছে। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বিয়ের পর থেকেই স্বামী নানা অজুহাতে ছবিরুনকে নির্যাতন করতো। তারই এক পর্যায়ে ছবিরুনকে শ্বাস রোধে হত্যা করে কামরুল।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, ময়নাতদন্তেরর জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরীক্ষার পরে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।