শুক্রবার (২৪ জুলাই) রাতের কোনও এক সময় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি (বৃত্তিপাড়া) থেকে নগরবর্ণি (গুপীনাথপুর) সড়কের গুপীনাথপুর প্রবেশের মুখে সড়কের প্রায় ত্রিশ ফুট এলাকায় ধান রোপণ করা হয়। রাস্তাটি নগরবর্ণি বাজার থেকে প্রায় ৫০০ মিটার বর্ণি গ্রামের দিকে গিয়ে বৃত্তিপাড়া থেকে কিছুটা ফ্লাট সোলিং, এরপর থেকেই কাঁচা। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়কটি পাকা করার দাবি করে আসছে।
হাজি আব্দুল বারিক নামে এক গ্রামবাসী বলেন, ‘’চার বছর আগেও স্কুলের ছেলেরা রাস্তায় ধান লাগিয়ে দেয়। তখন চেয়ারম্যান, মেম্বাররা এসে বলেছিল, রাস্তা সোলিং হলেও করে দেবে। গত রাতে গ্রামের ছেলেরা আবার রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে। সড়কের ওপরে চার থেকে পাঁচটি খণ্ডে ধান লাগানো হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আজিজ বলেন, ‘ইউএনও স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। বিষয়টি দেখে তাকে রিপোর্ট করার জন্য। চার বছর আগে গ্রামবাসীর ধান লাগিয়ে প্রতিবাদ করেছিল। আমরা আরেক পাশ থেকে রাস্তা আনছি। তিন কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় অর্ধেক রাস্তা হয়েছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ রাস্তা করা হবে।’
চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, বিষয়টি তার জানা নেই। রাস্তাটির আইডি হয়েছে কিনা সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।
এদিকে এই বিষয়ে জানতে চেয়ারম্যান তোতা মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।