সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের গানম্যান নিহত

f24af804d0b6ba06কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (২৮) নামে এক পুলিশ সদস্যের নিহত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের জুগিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের গানম্যান ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিমের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে।

ওসি গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি যাচ্ছিলেন ইব্রাহিম। শহরতলীর কানাবিলের মোড় এলাকায় আসার পর একটি পিকআপ ভ্যান তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, দেহরক্ষী ইব্রাহিম খলিলের মৃত্যুতে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি জানান, গানম্যান ইব্রাহিম খলিল সোমবার রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার এই অকাল মৃত্যুতে জেলা প্রশাসন পরিবারের সদস্যরা শোকাহত।