নাটোরের লালপুর উপজেলার বড়বাড়িয়া বাজার থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম বাবু মিয়া (৩৫)। সে রাজশাহী জেলার চারঘাটের রায়পুর এলাকার হযরত আলীর ছেলে।
নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একটি দল গত রাতে বড়বাড়িয়া বাজারে অভিযান চালায়। এসময় ব্যাটারিচালিত একটি ভ্যান থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। পরে ফেনসিডিল বিক্রির দায়ে বাবুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে বাবু ঘটনাস্থলে গিয়েছিল বলে জানান রাজিবুল আহসান।