সাতক্ষীরায় দগ্ধ দোকান কর্মচারী সালামের মৃত্যু

আব্দুস সালামসাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মারা গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়।

২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চটপটির দোকানে কর্মরত অবস্থায় কেরোসিনের চুলা বিস্ফোরণে সে দগ্ধ হয়। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল, পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চটপটির দোকানদার টিটু জানান, ১৫ বছর ধরে সালাম তাদের দোকানে কাজ করছে। নিজের ভাইয়ের মতো সম্পর্ক তার সঙ্গে। দুর্ঘটনার পর তারা সালামের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু, তাকে বাঁচানো গেলো না।

আব্দুস সালাম সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আব্দুস সুবহানের ছেলে। সে সাতক্ষীরা বড়বাজার এলাকার হাটের মোড়ে আবুল হোসেনের চটপটির দোকানে কাজ করতো।