এক সপ্তাহের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল-পেট্রাপোল গেটঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এক সপ্তাহের ছুটির ফাঁদে পড়েছে বেনাপোল স্থলবন্দর। টানা এত দিন ছুটি থাকায় ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম।

রবিবার  (১১ আগস্ট) সকাল থেকে বন্ধ রয়েছে সরকারি অফিসসহ দু’দেশের মধ্যে আমদানি-রফতানি  কার্যক্রম। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার নিয়ে দেশের বাড়িতে যাবেন। তারা ঢাকা ফিরে না আসা পর্যন্ত কোনও পণ্যও খালাস নেবেন না। আগামী রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম পুরোদমে চলবে।

বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, ঈদের ছুটির আগের তিন দিনে প্রায় ৬০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। খালাস হওয়া পণ্যের মধ্যে বেশি রয়েছে শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য জাতীয় পণ্য।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, শনিবার (১০ আগস্ট) সন্ধ্যার পর থেকে বন্ধ হয়ে গেছে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি। এরপর বুধবার (১৪ আগস্ট) অফিস হয়ে আবারও তিনদিন বন্ধ থাকবে কাস্টমস ও বন্দর।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে ছুটি শুরু হয়েছে। ছুটির আগেই অনেক আমদানিকারক বিপুল পরিমাণ পণ্য খালাস করেগেছেন। আগামী রবিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।