ওসি জানান, দোহারো গ্রামের বর্তমান ইউপি সদস্য মোশাররফ হোসেন মুসা ও সাবেক ইউপি সদস্য গোলাম আলি মোরাদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে গোলাম আলির সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যান। এতে মোশারফ হোসেনের সমর্থক ফজল সর্দার বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
আহতদের মধ্যে দোহারো গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৩৬), নিজাম উদ্দীন (৫০), মুক্তার হোসেন (৪৫), তোফাজ্জেল হোসেন (৫৫), শহিদুল ইসলাম (৪৫), মনায়েম হোসেন (৪০), আব্দুর রশিদ (৩০) ও আব্দুর রাজ্জাককে (২৮) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।