ইতোমধ্যে বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং ফকিরহাটে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সে হিসেবে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এরমধ্যে মোল্লাহাট ও মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে রয়েছেন ওয়ার্কার্স প্রার্থীর একজন প্রার্থী।
বাগেরহাটের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাগেরহাটের ৯ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৪৬৭ ভোটকেন্দ্রে ভোটার ১১ লাখ ১৩ হাজার ৩৫১ জন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জ সদরের সব কেন্দ্রে ইভিএমে ভোট